সোনারগাঁও প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর শুকতারা পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় দুই বৃদ্ধা নিহত হয়েছে।
শনিবার(২৮ আগস্ট ) সকাল ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর শুকতারা পাম্প এলাকায় এলাকায় অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টহল দল লাশটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহতরা হলেন, মেঘনা উপজেলার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে নুর জাহান (৬৫), একই এলাকার আমেলা খাতুন (৭০)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, পিরোজপুর এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিনের সাথে গতকাল (২৭ আগস্ট) মেঘনা উপজেলার সোনাকান্দা এলাকার আলী হোসেন ভুট্টুর মেয়ে সিনথিয়ার বিয়ে হয়। বিয়ের দিন নতুন বউয়ের সাথে কনের দুইজন নানী অতিথি হিসেবে এসেছিলেন নুর জাহান ও আমেলা খাতুন। সকালে সাদীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি।
একটি মন্তব্য পোস্ট করুন