নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ২০ পিছ ইয়াবা সহ কুদ্দস শেখ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার(২ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার এস আই আনিসুর রহমান জানান,সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক মাদক বিক্রেতা ইয়াবা বিক্রি করছে।সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আঃ কুদ্দুস(৪৫) নামে ঐ মাদক ব্যবসায়ী পালানোর সময় তাকে ২০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আঃ কুদ্দস(৪৫) গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের কলাচিপা গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।সে পিরোজপুর গ্রামের আরিফের বাড়ির ভাড়াটিয়া।
আসামীর বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন