SS TV live
SS News
wb_sunny

Breaking News

ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ



গত ১৬ জুলাই সোনারগাঁও টিভি২৪ ডট কম  অনলাইন নিউজ পোর্টালে "শম্ভুপুরা ইউনিয়নের মূর্তিমান এক আতঙ্কের নাম বালুখেকো টিটু মোল্লার খুঁটির জোর কোথায়" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন  শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল হক টিটু।


প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নই।  আমাকে রাজনৈতিক, সামাজিক ভাবে হেয় করতে কিছু কুচক্রমহল আমার বিরুদ্ধে মিথ‍্যা তথ‍্য দিয়ে ষড়যন্ত্রমুলকভাবে সংবাদটি প্রকাশ করিয়েছে বলে আমার বিশ্বাস। পাশাপাশি সংবাদমাধ‍্যমটিরও উচিৎ ছিল পাওয়া তথ‍্যের বিষয়ে নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করা বলে আমি মনে করি। যা তারা করেননি। 

ফলে আমি সামাজিক, মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। 

আমি প্রকাশিত সংবাদের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন