নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে চার বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টায় নরপশু সাঈদ গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) জুম্মার নামাজের সময় মোহাম্মদ সাঈদ (২২) উপজেলার পিরোজপুর ইউনিয়নেরর প্রতাপেরচর এলাকার ভাড়াটিয়া মৃত মুসকানদার আলীর ছেলে মোহাম্মদ সাঈদ ছোট্ট অবুঝ শিশু মিথিলাকে চকলেট দেওয়ার কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। চকলেট দিয়ে অবুঝ শিশু মিথিলাকে ভুলিয়ে ভালিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছোট শিশুটির আত্ম চিৎকারে বাড়িতে থাকা তার মা এবং প্রতিবেশিরা এসে দরজা বন্ধ দেখে দরজা ধাক্কাধাক্কি শুরু করে। সাঈদ দরজা না খুললে মিথিলার চিৎকারে তাকে বাঁচানোর জন্য তার মা এবং এলাকার লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এলাকার লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সাথে সাথে নরপশু সাঈদ জানালা ভেঙে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। সোনারগাঁ থানা পুলিশ আহত মিথিলাকে চিকিৎসার ব্যবস্থা করে চিকিৎসা শেষে তাকে বাবা মায়ের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
ধর্ষণ চেষ্টাকারী মো. সাঈদ সুনামগঞ্জ জেলার ছাতক থানার খাইরাগাও এলাকার বাসিন্দা। সোনারগাঁওয়ের প্রতাপেরচর এলাকায় ভাড়া থাকতো। ৪ বছরের শিশুর বাবা থানায় উপস্থিত হয়ে অভিযোগ করলে নরপশু আসামি মোহাম্মদ সাইদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় একটি মামলা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকল অভিভাবকদের প্রতি আহবান রইল আমাদের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের ব্যাপারে খুব বেশি যত্নবান হতে হবে। মেয়ে শিশুদেরকে নিকটাত্মীয় ছাড়া অন্য কারো সঙ্গে বাইরে যেতে দিবেন না। অন্য কারো বাসায় খেলতে গেলে সঙ্গে কাউকে পাঠান। আপনার শত ব্যস্ততার মধ্যেও শিশুদের যত্ন এবং খেয়াল রাখুন। আসামি সাইদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন