SS TV live
SS News
wb_sunny

Breaking News

মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।

 


নারায়ণপগঞ্জের সোনারগাঁওয়ে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে করোনা মহামারি পরিস্থিতিতে সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনের নামে প্রতিষ্ঠিত মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এরফান হোসেন দীপ।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইলিয়ার্দিতে ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ নিজ হাতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এরফান হোসেন দীপ বলেন, পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অসহায় মানুষ গুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে এসেছি। 

তিনি আরো বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমার পিতা মরহুম মোবারক হোসেন সাহেবকে আপনারা সোনারগাঁও বাসী এখনও যেভাবে মনের কুঠায় স্থান দিয়ে রেখেছেন তা অবশ্যই প্রশংসনীয়। আমার পিতার আদর্শকে লালন করে আমিও আপনাদের সন্তান হিসেবে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবা করে যেতে চাই। তারই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য আমার এই ঈদ উপহার। 

 

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রবিন, ছাত্রলীগ নেতা খোকন, কবির প্রধান, হাবিবুর রহমান,  আরাফাত ইসলাম সিয়াম, ফয়সাল আহমেদ তপু, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মেম্বার, সিরাজুল ইসলাম,  শহিদুল্লাহ, রহমত উল্লাহ, আব্দুস সাত্তার, জাকির হোসেন,  ইদু মিয়া, আবুল হোসেন, আক্তার হোসেন, সামসুল হক, আমির হোসেন, আব্দুল মজিদ, মোন্তাজ উদ্দিন প্রমুখ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন