SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

 


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) এবং জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)। আহত দুজনের মধ্যে একজনের নাম মনির হোসেন।


তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তালতলা বাজার এলাকায় একটি মাছবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন। খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন