SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ১৩ জনের দেহে করোনা সনাক্ত।
সোনারগাঁয়ে আরো ১৩  জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ০১লা জুলাই বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ২৮ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১৫ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভট্টপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুধঘাটা, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পঞ্চমীঘাট, সাদীপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চেঙ্গাইন, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাফাইয়াকান্দা, সনমান্দী।

১ জন মেয়ে শিশু – নোয়াইল, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাবিবপুর, মোগরাপাড়া।

১ জন ছেলে শিশু ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পদ্মলাভদী, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – পাটহাট্টা, কাঁচপুর।

➖ নেগেটিভের তালিকা : -

  

১. মামুন, ৩০ বছর

দত্তপাড়া, আমিনপুর।

২. Ren Zhao Yang, ৩৮ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৩. Yang De Jian, ৪৯ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৪. Wang Nan, ৩৩ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৫. Zhai Ji Chang, ৩০ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৬. Huang Yu Xiang, ২৪ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৭. Wu Jin Xing, ৫১ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৮. শহীদুল্লাহ, ৭০ বছর

মঙ্গলেরগাঁও, পিরোজপুর।

৯. আনোয়ার, ৪৮ বছর

ছোট সাদীপুর, মোগরাপাড়া।

১০. আকলিমা, ৭০ বছর

দড়িকান্দী, সাদীপুর।

১১. পলি আক্তার, ৩০ বছর

হাড়িয়া, বৈদ্যের বাজার।

১২. ফাতেমা, ২৫ বছর।

পদ্মলাভদী, আমিনপুর।

১৩. আনোয়ার, ২৫ বছর

ঝাউচর, পিরোজপুর।

১৪. ফারুক, ৫০ বছর

ঝাউচর, পিরোজপুর।

১৫. সুমি আক্তার, ৩৫ বছর

ভৈরবদী, মোগরাপাড়া।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৭ জন সুস্থতা লাভ করেছেন :-

১. রাকিব হাসান, ৩৩ বছর

গজারিয়া পাড়া, সাদীপুর।

২. মোঃ সজীব, ২৮ বছর

কাজীরগাঁও, শম্ভুপুরা।

৩. আলী আসগর, ৪০ বছর

পশ্চিম বেহাকৈর, কাঁচপুর।

৪. ফিজা, ২০ বছর

সাহাপুর, আমিনপুর।

৫. আতিয়ার হোসেন, ২১ বছর

দিঘীর পাড়, আমিনপুর।

৬. মফিজ মিয়া, ৩৮ বছর

দিঘীর পাড়, আমিনপুর।

৭. আনোয়ার, ৩৮ বছর

দিঘীর পাড়, আমিনপুর।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী - ১৩২৩ জন (মৃত্যু-৩৮ জন)

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন - ১২০০ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন