SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার বাবুল হোসেন সেন্টু গ্রেফতার।

 


সর্দার বাবুল হোসেন ওরফে (সেন্টু)কে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দরিকান্দি এলাকায় বাসে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে হয়।গ্রেফতারকৃত ডাকাত সর্দার সেন্টু উপজেলার লালপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্সের ছেলে।

ডাকাত সর্দার সেন্টুকে গ্রেফতার করার খবর পেয়ে স্থানীয় জনগণ তার ব্যবহৃত মটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং পুলিশের সামনেই তাকে গণধোলাই দেয়।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাতির চেষ্টা চালিয়ে যাচ্ছে খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালায় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ডাকাত সর্দার সেন্টুকে গ্রেফতার করে।শীর্ষ ডাকাত সর্দার  সেন্টুর বিরুদ্ধে ২০১৫ সাল থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫টি মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডাকাত সর্দার সেন্টু গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন