SS TV live
SS News
wb_sunny

Breaking News

সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত,মহাসড়ক অবরোধ।

 


সোনারগাঁও সময়ঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অটোরিক্সা সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে টোটাল ফ্যাশনের ২ শ্রমিক নিহত ও আহত হয়েছে আরও ৩জন।

বৃহস্পতিবার দুপুরে কামতলা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক জানান, লকডাউনে আইন অমান্য করে মহাসড়কের উল্টোপথে অটোরিক্সায় করে ৫ জন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল যাওয়ার সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা শ্রমিক ও চালক সকলেই আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  দুজনকে  মৃত ঘোষণা করে।তবে মৃত্যুর ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেছেন তাদের আত্নীয় স্বজন।


 দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে টোটাল ফ্যাশনের  শ্রমিকরা প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এসে তাদের বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন