নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ইছাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্লার ছেলে ইসমাইল(১৭),রমজান প্রধানের ছেলে ইমন(১৮), মোঃ সাখাওয়াত মিয়ার ছেলে শাকিল(১৮), মৃত নাছির মোল্লার ছেলে অপু(১৯), ডন মিয়ার ছেলে শাওন(১৮) চিলারবাগ গ্রামের আঃ বাতেন গাজীর ছেলে রুবেল(২০)
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ী থেকে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল একটি গ্রুপ। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত ভাবে অনেক অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন