SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।




ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। 

কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মে) দুপুরে কাঁচপুরের নয়াবাড়ি অলিম্পিক এলাকায় ঢাকাগামী দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান অপরদিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে শরীর ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয় এবং সাথে থাকা অন্যজন গুরুতর আহত হয়।আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন,লক্ষীপুর জেলার ধমন্ধী গ্রামের সিদ্দিকুল্লাহর ছেলে জাকির হোসেন (২৩) এবং সাথে থাকা আহত ব্যাক্তি একই এলাকার শফি উল্লাহর ছেলে তারেক মাহমুদ রিপন

কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ট-২০-৮৫৯৫) চালক সহ আটক করতে সক্ষম হয়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নয়াবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন