সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৭ মে বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন,
➕ পজিটিভের তথ্য : -
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আমিনপুর, আমিনপুর।
➖ নেগেটিভের তালিকা : -
১. ইমতিয়াজ, ২৮ বছর
যাত্রাবাড়ী, সনমান্দী।
২. শারমিন, ২২ বছর
ষোলপাড়া, মোগরাপাড়া।
৩. সীমা, ৩৩ বছর
ষোলপাড়া, মোগরাপাড়া।
৪. মিনু, ১৯ বছর
মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
৫. স্বর্ণালী, ২২ বছর
বসন্দরদী, বৈদ্যের বাজার।
৬. নয়ন, ৪৫ বছর
ইছাপাড়া, আমিনপুর।
৭. মুকবুল, ৪৪ বছর
নানাখী, সাদীপুর।
৮. জাহিদুল, ২৬ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
৯. আনিসুর, ১৯ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১০. অণু, ৪০ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
১১. মাজহারুল, ৩৯ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১২০৬ জন (মৃত্যু-৩৭ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ১১৫৪ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
একটি মন্তব্য পোস্ট করুন