সোনারগাঁও সময়ঃ
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ টাকা প্রদান করেছেন উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
রবিবার (২মে) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৭৫৯জন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ৪৫০ টাকার সাথে ব্যাক্তিগত তহবিল থেকে অতিরিক্ত ৫০ টাকা দিয়ে ৫০০ টাকা করে বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, মমতাজ বেগম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুল ইসলাম সুমন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, শাহিন আলম, সাহাবু্দ্িদন প্রধান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Casinos in Malta - Filmfile Europe
উত্তরমুছুনFind the best https://vannienailor4166blog.blogspot.com/ Casinos in 토토 사이트 Malta 출장샵 including bonuses, games, games and the history of games. novcasino We kadangpintar cover all the main reasons to visit Casinos in