সোনারগাঁয়ে অনুমোদহীন কারখানায় ভেজাল খাদ্য তৈরির দায়ে মো. কবির হোসেন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল রোববার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-১১’র কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, শনিবার উপজেলার বড়গাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, খবর পেয়ে কারখানার এমডি মোঃ রশিদ আলী কৌশলে পালিয়ে গেলেও কবির হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে র্যাব।
এসময় কারখানায় তৈরিকৃত বিপুল পরিমান ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস, আইস ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়া বিট লবণ, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল ও জুস তৈরির কাজে ব্যবহৃত ফ্লেভার উদ্ধার করা হয়।
র্যাব আরো জানান, ফ্যাক্টরীর নামে কোন ভ্যাট রেজিঃ নেই। তারা সম্পুর্ন অবৈধভাবে এই সকল ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
একটি মন্তব্য পোস্ট করুন