হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্ট নামের অভিযাত হোটেল থেকে এক নারী সহ আটক করা হয়েছে। ৩ এপ্রিল শনিবার বিকেলে তাঁকে রয়েল রিসোর্টের একটি রুম থেকে আটক করা হয়। তবে মামুনুল হক দাবী করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
শনিবার বিকেলে মামুনুল হক সোনারগাঁও রয়েল রিসোর্টে আসেন। তখন সঙ্গে একজন নারী ছিল। ওই সময়ে বিষয়টি দেখতে পেরে স্থানীয় লোকজন সহ উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ছাত্রলীগের লোকজন উপস্থিত ছিলেন।
তখন মামুনুল হক দাবী করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি তাঁকে নিয়ে ঘুরতে বের হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন