SS TV live
SS News
wb_sunny

Breaking News

কোভিট-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলেন এমপি খোকা

 


কোভিট-১৯ এর টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন  নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। 

আজ সোমবার  ( ২৬ এপ্রিল) সকাল ১১টায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভ্যাকসিন ক্যাম্প থেকে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।

করোনা কালীন সময় সোনারগাঁওয়ের জনসাধারণের সেবায় মানবিক এমপি হিসেবে খ্যাতি লাভ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি লিয়াকত হোসেন খোকা। করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে আমরা করোনা যোদ্ধা নামে টিম গঠন করে তিনি সারাদেশে আলোচিত ও প্রশংসিত হন। এছাড়া সোনারগাঁও থেকে করোনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছেন তিনি।

সবাইকে কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করার আহ্বান জানিয়ে লিয়াকত হোসেন খোকা এমপি  বলেন, ‘ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন; সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন