নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদিপুর পল্লী বিদ্যুতের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেনঃ হবিগঞ্জ থানার বেকিটেক আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া(৩০) ও একই এলাকার মৃত করিম আলীর ছেলে রহমত আলী (৩৭)।
গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টার সময় মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী ঢাকা যাচ্ছিলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া সাদিপুর এলাকায় পল্লী বিদ্যুতের সামনে পৌঁছালে বেপরোয়া গতীতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।পরে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুজনের লাশ মোটরসাইকেল এবং ট্রাক কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন