SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে আরো ১৩ জনের দেহে করোনা সনাক্ত।সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৩৭ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ২৪ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ


➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ -  সাহাপুর, আমিনপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দৈলরদি, সনমান্দি।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নয়াপুর, সাদিপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- দড়িকান্দি, সনমান্দি।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাবিবপুর, মোগরাপাড়া।  

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা-ইসলামপুর, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা-পিরোজপুর,পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- গোয়ালদি, আমিনপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ-কোরবানপুর, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কাদিরগঞ্জ,পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- ভট্টপুর, আমিনপুর। 

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা-জামপুর, সোনারগাঁ।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- বাসাব, জামপুর। 


➖ নেগেটিভের তালিকা : -


১. আব্দুল মালেক,৬৫ বছর

হাড়িয়া, বৈদ্যেরবাজার।

২. হাসিনা,২৭ বছর

কেওঢালা, বন্দর।

৩. সুলতানা,২২ বছর

চিলারবাগ, আমিনপুর।

৪. পাভেল খান,৩২ বছর

মহজমপুর, জামপুর।

৫. ফারুক,২০ বছর

নানাখি, সাদিপুর।

৬. সুলতানা,৪০ বছর

বালুয়াদিঘীরপার, আমিনপুর।

৭. ইকরামুল হাসান, ৪০ বছর

পৌরভবনাথপুর, আমিনপুর।

৮. মুক্তি আক্তার,১৮ বছর

নুনেরটেক, বারদি।

৯. কফিল উদ্দিন,২৯ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১০. সাকিব,২২ বছর

ষোল্লপাড়া, আমিনপুর।

১১. সিরাজুল,৪৫ বছর

সিরাব, জামপুর।

১২. আনহাজ,১৩ বছর

সিরাব, জামপুর।

১৩. হাসনাত,২৪ বছর

কাঁচপুর, কাঁচপুর।

১৪. বেলায়েত,২৭ বছর

তাজপুর, আমিনপুর।

১৫. মিজান,৩৮ বছর

চিলারবাগ, আমিনপুর।

১৬. জাহাংগীর, ৪৬ বছর

মুরাদপুর,বন্দর।

১৭. লুতফা,৪৫ বছর

কোম্পানিগঞ্জ, মোগরাপাড়া।

১৮. রবিউল,২৩ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১৯. লুতফা,৪৭ বছর

ইসলামপুর, পিরোজপুর।

২০. আনিস,২৮ বছর

টিপরদি, আমিনপুর।

২১. মফিজুর,৩৯ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

২২. নাজমা,২৬ বছর

কাঁচপুর, কাঁচপুর।

২৩. রিয়াদ,২৪ বছর

ভৈরবদি, মোগরাপাড়া।

২৪. আমিনুল ইসলাম,৩৮ বছর

নিউটাউন, পিরোজপুর।


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত  ৮ জন সুস্থতা লাভ করেছেন: 


১. আব্দুল মতিন,৪৫ বছর

সাহাপুর, আমিনপুর।

২. মতিউর রহমান,৮১ বছর

সিরাব, জামপুর।

৩. সাব্বির,২৯ বছর

ঝাউচর, পিরোজপুর।

৪. নাসিম,২৫ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

৫. চুমকি,৩০ বছর

কাঁচপুর, কাঁচপুর।

৬. আব্দুল করিম,৩৮ বছর

মল্লিকপাড়া, আমিনপুর।

৭. সোহরাব হোসেন,৫৫ বছর

জয়রামপুর, আমিনপুর।

৮. আরমান,২০ বছর

সেনপারা, বারদি।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী-১১০০ জন (মৃত্যু-৩৬ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৯১৯জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন