নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল বাসস্ট্যান্ড এলাকায় এক বিকাশ এজেন্ট'কে কুপিয়ে মারাত্নক ভাবে আহত করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়,২রা মার্চ শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় বস্তল বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ এজেন্ট রিপন বিশ্বাস ফার্মেসী বন্দ করে বাড়ীতে যাওয়ার সময় মোটরসাইকেল যোগে অজ্ঞাত ৩জন যুবক বিকাশ এজেন্ট রিপন বিশ্বাস'কে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্নক ভাবে জখম করে তার সাথে থাকা নগদ টাকা,মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়
একটি মন্তব্য পোস্ট করুন