SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে আরো ১১ জন করোনা পজেটিভ।

 


সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ২১ এপ্রিল বুধবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৩০ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১৯ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ

➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ - নানাখি, সাদিপুর।  

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নাগেরগাঁও, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- নাগেরগাঁও, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হোসেনপুর, শম্ভুপুরা।  

১ জন প্রাপ্তবয়স্কা পুরুষ- কাদিরগঞ্জ, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নয়াপুর, সাদিপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ-ছোট অর্জুন্দি, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- মেঘনাঘাট, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা-মংগলেরগাঁও, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- হাবিবপুর, মোগরাপাড়া।  


➖ নেগেটিভের তালিকা : -


১. ইন্দ্রমোহন, ৪৫ বছর

লাংগলবন্ধ, বন্দর।

২. ফাতেমা,২৬ বছর

ভাগলপুর, মোগরাপাড়া।

৩. শাকিল,১৯ বছর

নিউটাউন, পিরোজপুর।

৪. অপু,২৯ বছর

নিউটাউন, পিরোজপুর।

৫. রফিকুল,৪৮ বছর

সাহাপুর, আমিনপুর।

৬. মাকসুদা,৪২ বছর

মল্লিকপাড়া, মোগরাপাড়া।

৭. ইয়াসমিন,২৬ বছর

গোয়ালদি, আমিনপুর।

৮. পারভিন,৪৫ বছর

দৌলতপুর, সনমান্দি।

৯. সামিয়া রহমান,১৮ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১০. মেহেদী,৬ বছর

চিলারবাগ, আমিনপুর।

১১. আসাদ মোল্লা,৩১ বছর

মনাইরকান্দি, শম্ভুপুরা। 

১২. রেফাজুর রহমান,২২ বছর

চৌরাস্তা, মোগরাপাড়া।

১৩. তৌফিকুর রহমান,২৩ বছর

দামোদরদি, বৈদ্যেরবাজার।

১৪. আঃ রহমান,৬৫ বছর

ছোটসাদিপুর, মোগরাপাড়া।

১৫. আসাদুজ্জামান, ২৮ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১৬. আলী হোসেন,৫৭ বছর

সোনাপুর, কাঁচপুর।

১৭. জান্নাতী আক্তার,১৬ বছর

ষোল্লপাড়া, মোগরাপাড়া।

১৮. তামিম,১০ বছর

বাঘেরপাড়া, বারদি।

১৯. রবিউস সানি,২৭ বছর

চিলারবাগ, আমিনপুর। 


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত  ৯ জন সুস্থতা লাভ করেছেন: 


১. রকিবুল,২০ বছর

তাতুয়াকান্দি, পিরোজপুর।

২. মাহমুদুল হাসান,৪২ বছর

কাঁঠালিয়া পারা, সাদিপুর।

৩. হাসান,৪০ বছর

সোনাময়ি, বৈদ্যেরবাজার।

৪. জাকিয়া,২৪ বছর

কাঁচপুর, কাঁচপুর।

৫. শাহাদাত,৩২ বছর

বিসিক, কাঁচপুর।

৬. জাহিদ,৩২ বছর

বিসিক, কাঁচপুর।

৭. অন্তু রায়,৩২ বছর

বিসিক, কাঁচপুর।

৮. সবুজ,১৯ বছর

দুধঘাটা, পিরোজপুর।

৯. মোঃ গাফফার, ৩৫ বছর

মৃধাকান্দি, পিরোজপুর। 


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী-১১১১ জন (মৃত্যু-৩৬ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৯২৮ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন