নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকায় এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়,শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকার ইব্রাহীম (৬৫) (৭ এপ্রিল) বুধবার ভোরে তার গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে গিয়ে রাতে আর ফিরে আসেনি।
পরে সকালে তার আত্নীয় স্বজন আসেপাশে অনেক খোঁজাখুঁজি করার পর মাঠে গিয়ে ঘাস কাটার কাচি এবং কাটা ঘাস দেখতে পায় কিন্তু উনাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীর ধারে খুঁজতে গিয়ে ডুবন্ত অবস্থায় তার লাশ ভেসে থাকতে দেখতে পায় এলাকাবাসী।
পরএ স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
একটি মন্তব্য পোস্ট করুন