SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে আরো ২০ জন করোনা পজেটিভ, বেড়ে দাড়ালো ১০৩১।

 


সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ১২ এপ্রিল সোমবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৭৬ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৫৬ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ➕ পজিটিভের তথ্য : -


২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – টাইগার সিমেন্ট, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মান্দার পাড়া, বারদী।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হামসাদী, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ললাটি, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মৃধাকান্দি, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কৃষ্ণপুরা, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভৈরবদী, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চেঙ্গাকান্দি, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদী, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাগানবাড়ী, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।

২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ছোট সাদীপুর, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভবনাথপুর, আমিনপুর।


➖ নেগেটিভের তালিকা : -

  

১. মোঃ মনিরুজ্জামান, ৪৯ বছর

বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

২. সামিয়া, ৮ বছর

চিরাইপাড়া, বন্দর।

৩. সাইফুল, ৬৫ বছর

জয়রামপুর, আমিনপুর।

৪. আনোয়ার, ৩৬ বছর

চর লাল, সনমান্দী।

৫. হাবিব, ২০ বছর

বাংলা বাজার, সনমান্দী।

৬. আতাউর রহমান, ৪৬ বছর

দমদমা, মোগরাপাড়া।

৭. আলাউদ্দিন, ৬৫ বছর

উত্তর পাড়া, কাঁচপুর।

৮. ইসমাঈল, ৩২ বছর

টিপর্দী, আমিনপুর।

৯. মাঈনুদ্দিন, ২৫ বছর

টাইগার সিমেন্ট, পিরোজপুর।

১০. মাসুদ, ৩০ বছর

গুলনগর, সাদীপুর।

১১. সোলাইমান, ২৯ বছর

টাইগার সিমেন্ট, পিরোজপুর।

১২. আফরোজা, ২১ বছর

সাদীপুর, সাদীপুর।

১৩. মানসুরা আক্তার, ৩০ বছর

বুরুমদী, জামপুর।

১৪. অনাথ, ৪০ বছর

উদ্ধবগঞ্জ, আমিনপুর।

১৫. রফিকুল, ২০ বছর

বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

১৬. গোলজার, ৪৫ বছর

কুতুবপুর, কাঁচপুর।

১৭. মোস্তাফিজুর, ৪০ বছর

মেঘনা ঘাট, পিরোজপুর।

১৮. মোঃ আনোয়ার, ৪৪ বছর

গোয়ালদী, আমিনপুর।

১৯. তুহিন, ২৭ বছর

জয়রামপুর, আমিনপুর।

২০. শ্রাবন্তী, ২৩ বছর

সোনাপুর, কাঁচপুর।

২১. আনোয়ার হোসেন, ৩৬ বছর

দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ।

২২. ইসমাঈল, ২০ বছর

হামসাদী, বৈদ্যের বাজার।

২৩. ইব্রাহীম, ২০ বছর

ভুলনগর, সাদীপুর।

২৪. তাজেল শরীফ, ৩১ বছর

ললাটি, কাঁচপুর।

২৫. ওয়াদুদ, ৩৫ বছর

ললাটি, কাঁচপুর।

২৬. হারুন, ২৬ বছর

ললাটি, কাঁচপুর।

২৭. কবির, ৪২ বছর

কুতুবপুর, কাঁচপুর।

২৮. আলমগীর, ৫২ বছর

কুতুবপুর, কাঁচপুর।

২৯. সবুজ, ৩২ বছর

টিপর্দী, আমিনপুর।

৩০. তাকমিনা, ৪০ বছর

মহজমপুর, জামপুর।

৩১. নাদিম, ২৫ বছর

পাঁচ আনি, সনমান্দী।

৩২. শাহনাজ, ৬২ বছর

ছোট সাদীপুর, মোগরাপাড়া।

৩৩. সিয়াম, ৮ বছর

গোয়ালদী, আমিনপুর।

৩৪. শহীদুল, ৪২ বছর

গোয়ালদী, আমিনপুর।

৩৫. ইত্তেখার, ১৮ বছর

বাগানবাড়ী, পিরোজপুর।

৩৬. শরীফ, ২১ বছর

মেঘনা ঘাট, পিরোজপুর।

৩৭. কবির, ২৮ বছর

সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।

৩৮. জহিরুল, ৩২ বছর

মেঘনা ঘাট, পিরোজপুর।

৩৯. শাহীন, ৩৪ বছর

নয়াপুর, সাদীপুর।

৪০. ওসমান গণি, ২৬ বছর

সাদীপুর, সাদীপুর।

৪১. মোহসিন, ৫০ বছর

জয়রামপুর, আমিনপুর।

৪২. তানজিনা, ৩৫ বছর

জয়রামপুর, আমিনপুর।

৪৩. তানিয়া সুলতানা, ৩০ বছর

খুলিয়া, মোগরাপাড়া।

৪৪. গুয়াং তাও, ৪৮ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৪৫. রত্না, ৩৫ বছর

জয়রামপুর, আমিনপুর।

৪৬. সায়মন, ৪২ বছর

জয়রামপুর, আমিনপুর।

৪৭. শরিফা আমরিন তুলি, ৩০ বছর

বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনারগাঁ।

৪৮. ডুয়ান উ সং, ৩২ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৪৯. ঝ্যাং ঝ্যান ওয়েই, ৪৪ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫০. মা চ্যান কিং, ৫৪ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫১. ঝ্যাং শেং ডুগ, ৪৮ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫২. ঝেই ইয়ং জুন, ৫০ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫৩. লি জি, ৩৬ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫৪. জিন গুও গিং, ৫০ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫৫. আশরাফুল, ৩০ বছর

খুলিয়া, মোগরাপাড়া।

৫৬. আব্দুল্লাহ আল মামুন, ২৬ বছর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।


*** মৃত্যুর তথ্য :-


৮০ বছর বয়সী ১ জন পুরুষ (কাহেনা, জামপুর) গত ০৯.০৪.২০২১ খ্রিঃ COVID-19 সনাক্ত হন এবং পরবর্তীতে ঢাকাস্থ একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ১১.০৪.২০২১ খ্রিঃ তারিখে দুপুর ০২:০০ টার সময় মৃত্যুবরণ করেন।


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৯ জন সুস্থতা লাভ করেছেন: -

 

১. মোঃ ফয়জুর, ৬০ বছর

মাহমুদপুর, জামপুর।

২. ইমরান আহমেদ, ৩৩ বছর

নোয়াকান্দি, সনমান্দী।

৩. কুলসুম, ৩২ বছর

সোনাপুর, কাঁচপুর।

৪. বিলাল, ৪৮ বছর

চক সোনারগাঁ, আমিনপুর।

৫. খোকন, ৪৩ বছর

গোয়ালদী, আমিনপুর।

৬. তাসলিমা, ৩০ বছর

একরামপুর, শম্ভূপুরা।

৭. নুসরাত, ২০ বছর

ললাটি, কাঁচপুর।

৮. মাজহারুল, ২৩ বছর

চর ভুলুয়া, সনমান্দী।

৯. ঊর্মি, ২৩ বছর

গোয়ালদী, আমিনপুর।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১০৩১ জন (মৃত্যু-৩২ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৪৭ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন