SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,আক্রান্ত আরো ১১ জন।

 সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ১৬ এপ্রিল শুক্রবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী ৫২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৪১ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ - কান্দারগাঁও,পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দৈলেরবাগ, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চান্দেরকির্তী, বৈদ্যেরবাজার।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ-  মৃধাকান্দি, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – জয়রামপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা - গোয়ালদি, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভাটিচর, সনমান্দি। 

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা - কোম্পানিগঞ্জ, মোগরাপাড়া। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –ফুলবাড়িয়া, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা - পাঠাত্তা, কাঁচপুর।


➖ নেগেটিভের তালিকা : -

  

১. আমেনা,২৫ বছর

নীলকান্দা,সনমান্দি।

২. আনিসুর রহমান,৪০ বছর

মারবদি, সনমান্দি।

৩. নূরমহল,৫০ বছর

ছোট সাদিপুর, মোগরাপাড়া।

৪. বিশ্বনাথ,৫০ বছর

হাড়িয়া বৈদ্যপাড়া, বৈদ্যেরবাজার।

৫. রিপন,২৫ বছর

ফতেহকান্দি,আমিনপুর।

৬. খাইরুল ইসলাম,২৫ বছর

নানাখি, সাদিপুর।

৭. আঃ রহিম,৩১ বছর

লাহাপাড়া, আমিনপুর।

৮. সাহেলা,২০ বছর

দৈলেরবাগ, আমিনপুর।

৯. রিফাত,২৫ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১০. রকিবুল,৩৮ বছর

গোবিন্দপুর, নোয়াগাঁও।

১১. নিজামউদ্দিন,৩৮ বছর

সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।

১২. সুরাইয়া আক্তার,৪০ বছর

শ্রীরামপুর, আমিনপুর।

১৩. ইউনুস,৬৫ বছর

দমদমা, মোগরাপাড়া।

১৪. হামিদা,৩২ বছর

নোয়াকান্দি, সনমান্দি।

১৫. সুমি,৪৪ বছর

চেংগাইন, কাঁচপুর।

১৬. পাখি,২৮ বছর

বড়ইকান্দি, সনমান্দি।

১৭. কাউসার,৩০ বছর

নাজিরপুর, সনমান্দি।

১৮. রহিমা বেগম,৪০ বছর

মদনপুর, বন্দর।

১৯. শাহানা,২৪ বছর

ঝাউচর, পিরোজপুর।

২০. শাহানা, ২০ বছর

ঝাউচর, পিরোজপুর।

২১. রাশিদা,৩৩ বছর

মল্লিকপাড়া, মোগরাপাড়া।

২২. আমেনা,২২ বছর

বড় সাদিপুর, মোগরাপাড়া।

২৩. শামিমা,৩৪ বছর

চরলাল, সনমান্দি।

২৪. আতিক,২৩ বছর

চৌরাস্তা, মোগরাপাড়া।

২৫. আল-আমিন,২৮ বছর

গোয়ালপাড়া, বারদি।

২৬. আসলাম,৩০ বছর

ঝাউচর, পিরোজপুর।

২৭. হাসান,১৯ বছর

বালুয়াকান্দি, সনমান্দি।

২৮. জিহাদ,১৮ বছর

২৯. ইয়াফি হোসেন,১০ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩০. সাইফুল ইসলাম, ২৫ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩১. অয়মননেসা,৬৩ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩২. সুরাইয়া বেগম,৪১ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩৩. আবাদি হোসেন,২০ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩৪. আতিক হোসেন,২০ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩৫. ইসরাত জাহান,২ বছর

বাগানবাড়ি, মোগরাপাড়া।

৩৬. আসাদুজ্জামান,৫১ বছর

পল্লীবিদ্যুৎ অফিস, আমিনপুর।

৩৭. রাবেয়া,২৩ বছর

জয়রামপুর, আমিনপুর।

৩৮. পরাগ,৩১ বছর

জয়রামপুর, আমিনপুর।

৩৯. আয়েশা,৫০ বছর

জয়রামপুর, আমিনপুর।

৪০. কামাল,২৯ বছর

ভাটিচর,টেংগারচর, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৪১. রাসেল,২৬ বছর

ভাটিচর,টেংগারচর, গজারিয়া, মুন্সীগঞ্জ।


** মৃত্যুর তথ্যঃ


(১). ১ জন প্রাপ্তবয়ষ্কা মহিলা,৬৪ বছর (পাঠাত্তা, কাঁচপুর) ১১.০৪.২০২১ তারিখ ভোর ১২.৫৫ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ একটি প্রাইভেট হাসপাতালে  চিকিতসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


(২). ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫০ বছর (ভৈরবদি,মোগরাপাড়া) ১০.০৪.২০২১ তারিখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল দেন এবং ১০.০৪.২০২১ তারিখে আনুমানিক দুপুর ৩.৩০ ঘটিকায় বাসায় মৃত্যুবরণ করার পর তার রেজাল্ট পজিটিভ আসে।


(৩).  ১ জন প্রাপ্তবয়ষ্কা মহিলা,৫০ বছর (কোম্পানিগঞ্জ, মোগরাপাড়া) ১৩.০৪.২০২১ তারিখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল দেন এবং ১৩.০৪.২০২১ তারিখে আনুমানিক দুপুর ৩ ঘটিকায় বাসায় মৃত্যুবরণ করার পর তার রেজাল্ট পজিটিভ আসে।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১০৫৮ জন (মৃত্যু-৩৫ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৪৭ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন