নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নারী সহ অবরুদ্ধ করে রাখার পর রয়েল রিসোর্টে ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও যুবলীগ, ছাত্রলীগ নেতার বাড়ি ঘর ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই হেফাজত কর্মী গ্রেফতার করেছে পুলিশ।
রোববার তাদের মোগরাপাড়া চৌরাস্তার ঈশাখা মোবাইল মার্কেট থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো হাসান মিয়া, সে উপজেলার সনমান্দী ইউনিয়নের কাটাখালী এলাকার আবু জাহেরের ছেলে ও শহীদুল ইসলাম বাগেরহাটের সদর উপজেলার মান্দ্রা এলাকার রজব আলী মোল্লার ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন