SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ইভিটিজিংয়ের দায়ে ১ বছরের কারাদণ্ড

 




সোনারগাঁও সংবাদদাতাঃ


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে উক্তত্ব ও কু প্রস্তাব দেয়ার দায়ে মাসুম নামের এক ইভটিজিংকারীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

আজ সোমবার  বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আতিকুল ইসলাম  জানান, 

সাত ভাইয়াপাড়া গ্রামের মাসুম দীর্ঘদিন ধরে ওই এলাকার মেয়েদের  বিভিন্ন অঙ্গিভঙ্গিতে কু প্রস্তাব দিয়ে উক্তত্ব করে আসছিলো।  তার এ কর্মে অতিষ্ঠ এলাকার যুবতী ও মহিলা।

সোমবার দুপুরে গোসল করা অবস্থায় ভেজা কাপড় পরিহিত অবস্থায় এক  মহিলাকে অশ্লীল কথা বলা ও কুপ্রস্তাব দেয় উক্তত্বকারী মাসুম। এসময় ওই মহিলা প্রতিবাদ করলে তাকে হুমকি ও মারধর করার জন্য উদ্ধত হয়।

এ ঘটনায় ওই মহিলা সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১বছরের কারাদন্ড প্রদান করা হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন