SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে আরো ১৪ জনের দেহে করোনা সনাক্ত

 
সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।শনিবার  দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৩ এপ্রিল শনিবার  দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ২৬ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, 

➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মহজমপুর, জামপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভাটিবন্দর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পঞ্চবটী, বৈদ্যের বাজার।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ইছাপাড়া, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – উদ্ধবগঞ্জ, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাবিবপুর, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চিলারবাগ, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সোনারগাঁ।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ব্র্যাক, মঙ্গলেরগাঁও, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতাল, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।


➖ নেগেটিভের তালিকা : -

  

১. আমিনুল, ৩৫ বছর

ষোলপাড়া, মোগরাপাড়া।

২. সাইফুল, ৩২ বছর

বস্তল, জামপুর।

৩. খাদিজা, ২১ বছর

ভবনাথপুর, পিরোজপুর।

৪. জান্নাত, ১৮ বছর

সোনাপুর, কাঁচপুর।

৫. রিয়াদ, ১৮ বছর

দরপত, আমিনপুর।

৬. আনোয়ার, ৩৪ বছর

খাসপাড়া, কাঁচপুর।

৭. মতিউর রহমান, ৩৭ বছর

নিউ টাউন, পিরোজপুর।

৮. ইব্রাহীম, ৩০ বছর

বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

৯. হালিম, ৪৫ বছর

চর নোয়াগাঁও, নোয়াগাঁও।

১০. মোখলেস, ৬৫ বছর

কাপড়দী, মোগরাপাড়া।

১১. সাইফুল, ২৫ বছর

ঝাউচর, পিরোজপুর।

১২. নেসার উদ্দিন, ২২ বছর

ভারগাঁও, সাদীপুর।


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৭ জন সুস্থতা লাভ করেছেন: -

 

১. লৎফুন্নাহার, ৪২ বছর

ভবনাথপুর, আমিনপুর।

২. মনির উদ্দিন, ৪৫ বছর

কাঁচপুর, কাঁচপুর।

৩. সোহেল রানা, ৩৭ বছর

দমদমা, মোগরাপাড়া।

৪. আজম আলী, ৭০ বছর

জৈনপুর, পিরোজপুর।

৫. মোঃ আব্দুল কাইয়ুম, ৪২ বছর

সোনাপুর, কাঁচপুর।

৬. র‍্যায়ন শরীফ রোজলান, ১৪ বছর

আদমপুর, আমিনপুর।

৭. জাহানারা, ৪১ বছর

হাড়িয়া চৌধুরীপাড়া, বৈদ্যের বাজার।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৯১৮ জন (মৃত্যু-৩০ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮০২ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন