SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।

 


সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ১৪ এপ্রিল বুধবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৫৪ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৪৭ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ


➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ - কাঁচপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – খালপার,কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভিটিকান্দি, সনমান্দি।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- ঝাউচর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চৌরাস্তা, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা - ললাটি, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তাজপুর, আমিনপুর। 


➖ নেগেটিভের তালিকা : -

  

১. ইকবাল হাসান,৩৫ বছর

নয়াপুর, সাদিপুর।

২. বেলাল,২৮ বছর

হাড়িয়া বৈদ্যপাড়া, বৈদ্যেরবাজার।

৩. মোঃ মোশারফ হোসেন,৪৭ বছর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ।

৪. শহীদ,২২ বছর

চর বলাকি,গজারিয়া, মুন্সীগঞ্জ।

৫. জাকির,৪২ বছর

কাঁচপুর, কাঁচপুর।

৬. মেজবাহ উদ্দিন,৪৮ বছর

রামগোবিন্দেরগাঁও, শম্ভুপুরা।

৭. তাহমিদুল,২৭ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

৮. রেজাউল করিম,৪৪ বছর

পল্লীবিদ্যুত অফিস, আমিনপুর।

৯. রিপন ইসলাম,৩২ বছর

NRBC ব্যাংক,মোগরাপাড়া।

১০. তাসমিয়া মুনির,২৮ বছর

NRBC ব্যাংক,মোগরাপাড়া।

১১. এম এ হান্নান,৬৫ বছর

বরাব, সাদিপুর।

১২. সিরাজুল ইসলাম,২৯ বছর

মৃধাকান্দি, পিরোজপুর।

১৩. সাথী,২৮ বছর

সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।

১৪. তাকিয়া,৩ বছর

সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।

১৫. জুঁথি,২৩ বছর

টিপরদি, আমিনপুর।

১৬. হামিদা,২৮ বছর

খংসারদি, বৈদ্যেরবাজার।

১৭. এনামুল হক,২৬ বছর

টিপরদি, আমিনপুর।

১৮. মামুন, ৩৭ বছর

চৌধুরিগাঁও, শম্ভুপুরা।

১৯. হালিমা,৪০ বছর

ললাটি, কাঁচপুর।

২০. শহীদুল,২৮ বছর

ফরাজিকান্দা,বন্দর।

২১. শাহীন,২৪ বছর

ফরাজিকান্দা,বন্দর।

২২. শামীম,২৯ বছর

ফরাজিকান্দা,বন্দর।

২৩. হাসান,৪৬ বছর

ফরাজিকান্দা,বন্দর।

২৪. আলমিনা,২৬ বছর

কৃষ্নপুরা, আমিনপুর।

২৫. তোহা,৪ বছর

কৃষ্নপুরা, আমিনপুর।

২৬. নূর আলম,২১ বছর

মংগলেরগাঁও, পিরোজপুর।

২৭. মোঃ জামান,৪৫ বছর

চালিভাংগা, মেঘনা, কুমিল্লা।

২৮. আতিকুর রহমান,৫৭ বছর

ললাটি, কাঁচপুর।

২৯. সুরুজ জামান,৪৮ বছর

খুলিয়া,মোগরাপাড়া।

৩০. শিশির,২০ বছর

খুলিয়া, মোগরাপাড়া।

৩১. পারভেজ,৪৪ বছর

খুলিয়া,মোগরাপাড়া।

৩২. ইমরান,৩৫ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

৩৩. নান্নু,৩০ বছর

জাইদারগাও, সনমান্দি।

৩৪. জিম,১৩ বছর

চেংগাকান্দি, পিরোজপুর।

৩৫. লাকি,২০ বছর

সোনাপুর, কাঁচপুর।

৩৬. মরিয়ম, ৭০ বছর

ভবনাথপুর, পিরোজপুর।

৩৭. আবু জায়েদ,২৮ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

৩৮. মিলন,৩০ বছর

পাঁচ আনি, পিরোজপুর।

৩৯. খাদিজা,৪০ বছর

পাঁচ আনি, পিরোজপুর।

৪০. মাহমুদা, ৪৫ বছর

কান্দারগাঁও, পিরোজপুর।

৪১. মতিউর রহমান,৬৭ বছর

সাদিপুর, সাদিপুর।

৪২. উম্মে হানি,৬০ বছর

সাদিপুর, সাদিপুর।

৪৩. আফরোজা হক,৩০ বছর

গোয়ালদি, আমিনপুর।

৪৪. আফানুর,৩ বছর

গোয়ালদি, আমিনপুর।

৪৫. আজিজুর রহমান,৩২ বছর

গোয়ালদি, আমিনপুর।

৪৬. রফিকুল,৪০ বছর

ঝাউচর, পিরোজপুর।

৪৭. রনি,২৫ বছর

সনমান্দি,সনমান্দি। 


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১০৪৭ জন (মৃত্যু-৩২ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৪৭ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন