সোনারগাঁও সংবাদদাতাঃ
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের চকবাজার, সনমান্দী রাস্তা থেকে মহেশ্বরদী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন বিশিষ্ট শিল্পপতি স্বর্ণা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুল হাসেম রতন।
এলাকাবাসী জানান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ মাটি ফেলে রাস্তাটি একবার সংস্কার করে ছিলেন । শুধু মাটি দিয়ে রাস্তাটি সংস্কার করায় দীর্ঘদিন স্থায়ী হয়নি।
মহেশ্বরদী গ্রামের বাবুল বলেন, এই রাস্তাটি নিয়ে অনেকদিন যাবত এলাকাবাসী খুব ভোগান্তির শিকার হচ্ছিলো, স্থানীয় এলাকাবাসী হাজী আবুল হাসেম রতন ভাইকে এ বিষয়ে জানানোর পর তিনি উদ্যোগ নেন এবং নিজস্ব অর্থায়নে পুনরায় রাস্তাটি মাটি দিয়ে সুন্দরভাবে সংস্কার করে দেন।
স্বর্ণা ইলেকট্রনিকের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুুল হাসেম রতন বলেন, অনেকদিন দরে আমি লক্ষ করেছি মহেশ্বরদী গ্রামের মানুষেরা এ রাস্তাটি নিয়ে ভুগছে তাই চলা চলের সুবিধার জন্য রাস্তাটি নিজস্ব অর্থ দিয়ে সংস্কার উদ্যোগ নিয়েছি এবং আমি চেষ্টা করছি আমার কার্যক্রম অব্যাহত রাখতে।
একটি মন্তব্য পোস্ট করুন