SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে মুসল্লীদের জন্য মসজিদ সংস্কার করে দিলো কুয়েতি সংস্থা

 



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রবাসীদের সংগঠন কুয়েতি সংস্থা ১৬ লাখ টাকা ব্যয় করে একটি মসজিদের সংস্কার কাজ সম্পন্ন করেছে।

মসজিদের আগত মুসল্লীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে উপজেলার সনমান্দি ইউনিয়নের চকবাজার জামে মসজিদে ১৬ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন করে সংস্থাটি।

সংস্কারের মাধ্যমে মসজিদের ওযুখানা, বাথরুম, উন্নতমানের মাইক, পানির পাম্প, পানির রিজার্ভ ট্যাংকি, কার্পেট সহ মুসল্লীদের সুবিধার্থে পরিপূর্ণ মসজিদে রুপ দিতে কাজ করে কুয়েতি সংস্থার প্রতিনিধি দল৷ 

মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, কুয়েতি সংস্থার হয়ে সম্পূর্ণ কাজটি দেখাশোনা ও সার্বিকভাবে সম্পন্ন করেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছোট ভাই আবু কাউছার। ১৬ লক্ষ টাকা ব্যয়ে চকবাজারের এই মসজিদটির সংস্কার ও অবকাঠামোগত যে উন্নয়ন করে দিয়েছি কুয়েতি সংস্থা তা সত্যি উদাহরণ হয়ে থাকবে। এই এলাকার মুসল্লী ও জনসাধারণ চিরকৃতজ্ঞ থাকবে আজীবন৷ 


মূলত কুয়েতি সংস্থার কাজ থেকে আর্থিক অনুদানটি নিয়ে আসেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য 

প্রযুক্তি লীগ সোনারগাঁও উপজেলা শাখার সিনিঃ সহ সভাপতি কামাল হোসেন। তার সার্বিক সহযোগীতায় কুয়েত সংস্থার পক্ষ থেকে মসজিদ পুনঃনির্মাণ কাজটি সম্পন্ন হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন