SS TV live
SS News
wb_sunny

Breaking News

বন্দরে তাবলীগ জামাতে এসে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

  



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ শাওন(১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২১শে ফেব্রুয়ারী রবিবার বেলা ১২টার দিকে উপজেলার জাঙ্গাল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান,মৃত মোঃ শাওন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর রাজিবপুর এলাকার মোঃ আলমের ছেলে। সে গতকাল জাঙ্গাল জামে মসজিদে তাবলীগে আসে।পরবর্তীতে আজ ১২টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২ঘন্টা পর স্থানীয় লোকদের সহযোগীতায় কিশোর শাওনের লাশ উদ্ধার করা হয়।


 বন্দর থানার অন্তর্গত কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন আহম্মেদ জানান,কিশোর শাওনের নিখোঁজের পর একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া জেলারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন