প্রেস বিজ্ঞপ্তিঃ আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দর মডেল প্রেস ক্লাবের (২০২১-২০২৩) দ্বি-বার্ষিক নির্বাচন।
শনিবার রাতে সকল সদস্যদের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই/ প্রত্যাহারের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি চুড়ান্ত তালিকা ঘোষণা এবং ২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিলে আরও উল্লেখ করা হয়,
বন্দর মডেল প্রেস ক্লাবের যে সকল সদস্য নির্বাচনে অংশ গ্রহন করতে আগ্রহী তাদেরকে বন্দর দড়ি সোনাকান্দা অস্থায়ী কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন