SS TV live
SS News
wb_sunny

Breaking News

লাঙ্গলবন্দ বেদেপল্লীর শিশুদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

 




নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডের পাশে অস্থায়ীভাবে বসবাসরত ভাসমান বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের মাঝে বিনামূল্যে প্রাথমিক শিক্ষার বই বিতরণ করেন এলাকার স্থানীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। আজ বিকেলে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩০ টি বই বিতরণ করা হয়।  ভাসমান এসকল শিক্ষা ও সংস্কারহীন এ সকল ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্বেচ্ছায় এ উদ্যোগ গ্রহণ করে তারা। 


তাদের এ মুক্তপাঠশালায় শিক্ষার্থী সংখ্যা প্রায় ত্রিশ(৪০)জন। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন,  শিক্ষা সকলের মৌলিক অধিকার, কিন্ত তারা অস্থায়ী হওয়ায় তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত, তাদের প্রাথমিক শিক্ষাটা নেওয়ার সুবিধাও হয়ে উঠে না। তাই তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের শিক্ষাই আমাদের এই উদ্যোগ গ্রহণের উৎসাহ ও সাহস যোগিয়েছে।


আমাদের এই প্রচেষ্টা তাদের শিক্ষা গ্রহণের পথ সুগম করবে বলে আশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এর ১ম বর্ষের শিক্ষার্থী মোঃশাখাওয়াত হোসেন স্বেচ্ছায় তাদের এ শিক্ষামূলক কাজ করে মানব সেবায় আত্মনিয়োগ করতে পেরে গর্বিত বলে মতামত ব্যাক্ত করেন। এহেন কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়াও ঢাকা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রহিত মিয়া,কবি নজরুল কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম, মোঃসৈকত  ও বই বিতরণ এ উপস্থিত ছিলেন।  নতুন বই পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন