SS TV live
SS News
wb_sunny

Breaking News

গামছা বাহিনীর ২ সদস্যকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।




ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে গামছা বাহিনীর ২ সদস্যকে গাড়ী সহ আটক করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।


কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, আজ(বৃহস্পতিবার)  বিকেল ৩.৩০ মিনিটের দিকে ৯৯৯ এর সহায়তায় কল পেয়ে মদনপুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ী ও ছিনতাইয়ের হাতিয়ার গামছা,বিদ্যুতের তার ও ছিনতাই কৃত নগদ টাকা সহ মফিজুল ইসলাম (৪৫) ও রিপন ওরফে শিমুল (৪০) কে আটক করা হয়।


গ্রেফতারকৃত মফিজুল ইসলাম ঢাকার লালবাগের আব্দুর রহিমের ছেলে এবং রিপন ওরফে শিমুল বাগেরহাটের চিতলমারী এলাকার তাহাজ্জেদ সরদারের ছেলে।


এসময় ভিকটিম ইসমাইল কে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা মহাসড়কে চলাচলরত যাত্রীদের গাড়ীতে তুলে গলায় গামছা ও বিদ্যুতের তার পেচিয়ে আহত করে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন