SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে সমাজ সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু



একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোগরাপাড়া ইউনিয়নের কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে  সমাজ সেবা ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।



ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেবের পুত্র এবং মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান  এরফান হোসেন দীপ।


 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। 

সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি মো. মুকুল সরকারের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি ও জাতীয় পার্টি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু। এ সময়  সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল আলম, মো. জসিম উদ্দিন, আনোয়ার হোসেন মেম্বার, রুকনুজ্জামান স্বাধীন, নাসিরউদ্দিন, নজরুল ইসলাম মনির, এডভোকেট শাহদাত চৌধুরী, মানিক সরকার, জসিমউদ্দি প্রধান মো. মহসিন মাস্টার, মো. সোহেল মিয়া ও সিরাজুল ইসলাম প্রমূখ।

সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী  বিনামূল্যে প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিনা মূল্যে চক্ষু সেবা, রক্তচাপ নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে মুসলমানীর ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান একুশে ফেব্রুয়ারিতে এ সংগঠনের আত্ম প্রকাশ সত্যিই আনন্দের। তারা সংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন মানুষের সেবায় সবাই যেন সর্বদা নিয়োজিত থাকেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন