SS TV live
SS News
wb_sunny

Breaking News

উলুকান্দা জামে মসজিদে উন্নয়ন কল্পে যুবকদের উদ্যোগে ২দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন।

 


নজরুল ইসলাম, সোনারগঁাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগঁাও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের উলুকান্দা গ্রামের উলুকান্দা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুবকদের উদ্যোগে ২দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে।  ১ম দিন ৩রা ফেব্রুয়ারী রোজ বুধবার প্রধান বক্তা হিসাবে ওয়াজ করিবেন আলহাজ্ব আল্লামা মুফতী তাওহীদুল ইসলাম আজিজী,  বিশেষ বক্তা হিসাবে হযরত মাওলানা জিয়াউল হক আমজাদী, হযরত হা: মাও: মুফতী হাবিবুল্লাহ জিহাদী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মো: আরিফ মাসুদ (বাবু) চেয়ারম্যান মোগরাপাড়া ইউ.পি, সভাপত্বিত করিবেন আলহাজ্ব মো: আব্দুস সামাদ মেম্বার।

২য় দিন ৪ঠা ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ওয়াজ করিবেন  প্রধান বক্তা হিসাবে হযরত মাওলানা নূরে আলম আশ্রাফী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করিবেন মাওলানা মাহাবুব আলম হোসাইনী , আলহাজ্ব হযরত মাওলানা মুফতী রহমতুল্লাহ আজাদী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মোস্তাফিজুর রহমান ( মাসুম ) সদস্য জেলা পরিষদ নারায়ণগঞ্জ, সভাপতিত্ব করিবেন জনাব কাজী এনামুল হক (রবিন),। মহিলাদের জন্য ওয়াজ শুনার সু-ব্যবস্থা রয়েছে। মাহফিল পরিচালনায় জনাব রফিকুল ইসলাম মুন্সী। উক্ত ইসলামী মহা সম্মেলনে আপনার দলে দলে যোগদান করিয়া দো-জাহানের অশেষ নেকী হাসিল করুন ।   






Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন