নারায়নগঞ্জের সোনারগাঁয়ে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ই জানুয়ারী) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেঙ্গল জুট মিল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার এসআই ইয়ায়ুর রহমান জানান , বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর বেঙ্গল এলাকায় শীতলক্ষা নদীতে একটি লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। পরে কন্টোল রুম থেকে সোনারগাঁ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে।
তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাশটি দেখে মৃত ব্যক্তিটির মাথায় আঘাত করে হত্যা করে ২/৩ আগে কে বা কাহারা লাশটি নদীতে ফেলে গেছে। এসময় তার দেহে একটি ফুলহাতা শার্ট ও একটি জিন্সের প্যান্ট পরিহিত ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন