সোনারগাঁ সময়ঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার গোয়ালদি এলাকায় ২টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাত দল বাড়ির লোকজনের অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা ও ২টি দামি মুঠো ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে পৌরসভার গোয়ালদী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার গোয়ালদী এলাকার মৃত গোলাম রসুল (কনুর) ছেলে আশিপ (২৪) এর বসত বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে কৌশলে কেটে ১০-১২ জনের ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ডাকাতরা একই এলাকার মৃত সাওারের ছেলে গোলাম মিয়ার বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের লোকজনদের ঘণ্টাব্যাপী জিম্মি করে, স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন,ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন