SS TV live
SS News
wb_sunny

Breaking News

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

 



দেওয়ান খাইরুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সিরাজকান্দি নূহ মেম্বারের বালু ঘাটে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রামমাণ আদালত পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এরা হলেন উপজেলার পলশিয়া গ্রামের নববেছ মন্ডলের ছেলে মো. জাহিদুল মন্ডল, ফজলুল হকের ছেলে শেখ মিজান, আব্দুল আলীমের ছেলে মমিন মন্ডল, পাটিতাপাড়ার আখতার হোসেনের ছেলে আল মামুন।

তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন