সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও পানামসিটি এলাকা থেকে চাইনিজ কুড়াল সহ দুই যুবককে আটক করেছে টুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০ টার দিকে সোনারগাঁও পৌরসভা এলাকার পানামনগর থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) পঙ্কজ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল সেট ও ১টি উন্নতমানের একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটক দুই যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলো – পৌরসভার তাজপুর এলাকার আবু সাঈদের ছেলে ইয়াম আহমেদ (১৮) ও ঈছাপাড়া এলাকার আহমেদের ছেলে মোঃ জুনায়েদ আহমেদ (১৯)।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) পঙ্কজ বলেন,পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন