SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার শরীর ঝলসে দিলেন বখাটে।

 




সোনারগাঁও  প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়েকে উত্ত্যক্তের বাধা দেওয়ায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বন্দর থানা প্রতিনিধি সাংবাদিক মনির হোসেনের উপর  ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে উত্ত্যক্তকারী বখাটের বড় বোনের স্বামী উপজেলার ঝাউচর গ্রামের মৃত মান্নাফের ছেলে মোঃ জয়নাল (৪২)।


গতকাল শনিবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা সিএনজি স্ট্যান্ড ফলপট্টিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মোঃ মনির হোসেন বাদী হয়ে বখাটে কাইয়ম (২২) ও তার বোনের স্বামী মোঃ জয়নালের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়,জেলার বন্দর উপজেলার মালিভিটা এলাকার বাসিন্দা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক মনির হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে মোসাঃ সুমাইয়া আক্তার সানিয়া (১৭) কে দীর্ঘদিন ধরে কলেজে আসাযাওয়া সহ বিভিন্ন সময় রাস্তাঘাটে পার্শ্ববর্তী বাড়ির মোঃ হাবিবুল্লাহর বখাটে ছেলে কাইয়ম বিভিন্ন অঙ্গভঙ্গি, অশ্লীল কথাবার্তা সহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।পরে সাংবাদিক মনির হোসেন জানতে পেরে উত্ত্যক্ত করার বিষয়টি বখাটে মোঃকাইয়ুমের বড় বোনের স্বামী জয়নালকে জানায়।

এতে বোন জামাই ক্ষিপ্ত হয়ে উল্টো সাংবাদিক মনির হোসেনকে গালমন্দ করে এবং পাশে সিদ্ধ ডিম বিক্রয়ের দোকানের চুলো থেকে ফুটন্ত গরম পানির পাতিল নিয়ে তার উপর ঢেলে দেয়। এতে সাংবাদিক মনিরের দুই হাত পেট উরু সহ শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ঝলসে যায়। 

স্থানীয়রা আহত সাংবাদিক মোঃ মনির হোসেনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।


এ ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদ রহমান বলেন, এ ঘটনায় সাংবাদিক মনির হোসেন দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তে সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন