মাজহারুল ইসলাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বালতির পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গনিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শিশুর নাম সঞ্চিতা। সে গোয়ালদী গনিরমোড় এলাকায় বাসিন্দা রাজমিস্ত্রী রুবেল মিয়ার মেয়ে। দুপুরে খেলার এক পর্যায়ে বালতির পানিতে পড়ে যায় শিশুটি। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন শিশুটিকে। এই ঘটনায় নিহত ওই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে।
একটি মন্তব্য পোস্ট করুন