গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় নানা কর্মসূচী মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআন তেলওয়াত ও গীতাপাঠ এবং নিরাবতা পালন করা হয়। এতে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ নেয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় জেলা প্রশাসক আবদু্ল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক,বীর মুক্তিযোদ্ধা ওয়াসিকার ইকবাল মাজুসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন