SS TV live
SS News
wb_sunny

Breaking News

নৌকা প্রতীকে ভোট চেয়ে ১নং ওয়ার্ডে মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরার নির্বাচনী প্রচারণা

 




 সোনারগাঁও পৌরসভা  নির্বাচনে মেয়র প্রার্থী ও নৌকা প্রতীক প্রত্যাশি নাসরিন সুলতানা ঝরা পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকার ভোট প্রার্থনায় ঘরে ঘরে যাচ্ছেন। প্রতিটি ঘরের প্রতিটি নারী-পুরুষ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা।


২১ ডিসেম্বর সোমবার সোনারগাঁও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট প্রার্থনায় গণসংযোগ করেন। তিনি যেনো নৌকা প্রতীকে মনোনিত হোন সেজন্য প্রতিটি মানুষের কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন। এছাড়াও নির্বাচনে যে কেউ নৌকা প্রতীক পাক, তাকেই ভোট দিয়ে জয় যুক্ত করার ভোটারদের প্রতি আহ্বান জানান আলোচিত এই মেয়র প্রার্থী।


এসময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সহ-সভাপতি অপু সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবলীগের সদস্য হারুন জয়, পৌর যুবলীগ নেতা ইকবাল, বাগমুছার রুহুল আমিন, পৌর যুবলীগ নেতা গাজী তোফায়েল, পাপন, রিফাত, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. উজ্জ্বল, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসীম, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকরশ্যামল, পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা সুমন, খোরশেদ, সানোয়ার, ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী, মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা, সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নওশীন, তামীমি, রুনী, আওয়ামীলীগ নেতা বাচ্চু, দীলিপ, বাতেন, তাহের আলী, শফিউদ্দিন, মনির, শাজাহান, শাহাজালাল ছাত্রলীগ নেতা আলমগীর, হাসান, বাবু, রুপক, রমজান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীগণ।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন