গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ খোলা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে নতুন এই বুথের উদ্বোধন করেন জেলাপ্রশাসক আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারেক চৌধুরী ও প্রিন্সিপাল অফিস গাইবান্ধার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মতিয়ার রহমান,সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখা ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যান কর্মকর্তাবৃন্দ
সোনালী ব্যাংক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এটিএম বুথ স্থাপনের অর্ন্তগত হিসেবে এই নতুন এটিএম বুথটি চালু হলো। এর মাধ্যমে ২৪ ঘন্টায় সকল গ্রাহকরা নগদ টাকা উত্তোলন করতে পারবেন। গাইবান্ধায় এটি সোনালী ব্যাংকের প্রথম এটিএম বুথ। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ন স্থানসহ শাখা কার্যালয়েরও এটিএম বুথ স্থাপন করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন