রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বস্তল এলাকায় দখল হয়ে যাওয়া রেলওয়ের সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। শনিবার (৫-১২-২০২০) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেলওয়ের জমিতে শতশত অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেন। আল মামুন জানান উপজেলার বস্তুল এলাকায় একটি অসাধু চক্র রেলওয়ের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে দখল করে নেয়। স্থানীয়দের ও রেলওয়ে কতৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন