SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

 



নারায়নগঞ্জের  সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন চরপাড়া গ্রামে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৫ জনকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়।

ক্ষতিগ্রস্থ আলমগীরের ছেলে আরিফ জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে রবিবার দিবাগত রাত  পৌনে দুইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল প্রথমে মাওলানা নজরুলের বাড়িতে হানা দেয়। পরে আলমগীর ও নুরুর ঘরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা, ১ভরি স্বর্ণলংকার, মোবাইলসেটসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার পথে ‍ওই গ্রামের লোকজন ঘুম থেকে জেগে যায়। এসময় আলমগীর ছেলে আরিফ ও শরীফকে এবং নুরুর ছেলে মফিজুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন