মো.আক্তার হোসেনঃ- মহান বিজয় দিবস উপলক্ষে
সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব রাজিবুল ইসলাম রাজিবের উদ্যোগে কাঁচপুর,কুতুবপুর (টাইটানিক স্কুল মাঠে) ঈদগাহ ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে উৎসবমুখর পরিবেশে শেষ হলো "বঙ্গবন্ধু ক্রীড়া প্রতিযোগিতা"র ব্যাডমিন্টন ও ভলিবল ফাইনাল খেলা।
কুতুবপুর (টাইটানিক স্কুল মাঠে) ঈদগাহ ময়দানে ছোট-বড়, বয়স নির্বিশেষে সকলে ভলিবল ও ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করে।
এবং খেলার শেষে বিজয়ী দলগুলোর মধ্যে তিনি নিজ হাতে পুরস্কার তুলে দেন।
এসময় রাজিবুল ইসলাম রাজিব বলেন এসো সবে খেলাকরি মাদক কে না বলি! মাদক মানুষকে ঘরছাড়া, সংসারছাড়া, বন্ধুবান্ধব ছাড়া এমন কি খুন, মারামারি রাহাজানি ইত্যাদির সাথে জরিয়ে ফেলে, তাই মাদক ছেড়ে অলস সময় খেলাধুলা করে সময় কাটাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার অংশিদার হই।
সে আরো বলেন,প্রধানমন্ত্রীর ডাকে সারাদিয়ে ২০৪১ সালে এই দেশকে উন্নত দেশ করার লক্ষে হাতে হাত মিলিয়ে কাজ করি।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:ছাত্র ফেডারেশন বাংলাদেশ, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি ও ডেমরা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজমিদ জামান জোহা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন