SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁও সময়ে নিউজ প্রকাশের পর ময়লার ভাগার ফুটলো ফুল

 



সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁও সময়ে নিউজ প্রকাশের পর সোনারগাঁও পৌরসভা ও উপজেলা প্রশাসনের টনক না নরলেও পৌরসভার দৈলেরবাগ থানা রোড এলাকায় ময়লার ভাগারটি পরিস্কার করতে এগিয়ে এসেছে বিডিক্লিন,(৭ই নভেম্বর) সোমবার দুপুর ৩টার সময়  ময়লার ভাগারটি পরিস্কার করে সেখানে ফুল গাছ রোপন করে বিডিক্লিন সোনারগাঁও শাখার সদস্যরা।


গত ৩০শে নভেম্বর 'পানি নিস্কাশনের যায়গায় ময়লার ভাগার' শিরোনামে সোনারগাঁও সময় সহ একাধিক অনলাইন ও বিভিন্ন পত্রিকায় নিউজটি প্রকাশ করা হলেও পৌরসভা এবং প্রশাসনের টনক না নড়লেও বিডিক্লিন সোনারগাঁও শাখার সদস্যরা এগিয়ে এসেছে,বিডিক্লিন সোনারগাঁও শাখার সকল সদস্যে ও সোনারগাঁও সময়ের প্রকাশক মোঃ মিঠু আহমেদের সার্বিক সহযোগিতায় ময়লার ভাগারটি পরিস্কার করে সেখানে ফুলের গাছ রোপন করা হয়।


প্রসঙ্গ গত ৩০ নভেম্বর প্রকাশিত নিউজঃ

নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ থানা রোড এলাকায় পানি নিস্কাশনের জন্য সরকারি অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থা করা হলেও কিছু স্বার্থবাদী দোকানদার তাদের দোকানের ময়লা ফেলে তা ভরট করে ফেলেছে।


সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা সম্পূর্ণ অকার্যকর হয়ে পরেছে,দীর্ঘদিন দিন ধরে এখানে ময়লা ফেলার কারনে একটি ময়লার ভাগারে পরিনত হয়েছে যা থেকে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পরছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায়, একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে থাকতো এখানে যার কারনে সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য এখানে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে,কয়েকটি হোটেল ও চায়ের দোকানদাররা এখানে ময়লা ফেলে পানি যাওয়ার মুল রাস্তাটি বন্ধ করে ফেলেছে,এবং পাশে থাকা একটি ফার্নিচারের দোকানের কাঠের গুরি ফেলার কারনেও ড্রেনের সবগুলো মুখ বন্ধ হয়ে যাচ্ছে,


তাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যত দ্রুত সম্ভব এই ড্রেনের উপর এই ময়লার ভাগার পরিস্কার করার একটি ব্যবস্থা করা হোক এবং আশেপাশের দোকানদারদের সাবধান করে দেওয়া হোক।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন