মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল করিম ইয়াছিন করোনা ভাইরাস প্রতিরোধে মেঘনা বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান ও সবজি গাছের চারা বিতরণ করেন।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুর উদ্যোগে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল করিম ইয়াছিন এ অনুষ্ঠানের আয়োজন করে।
“স্বপ্ন আমার বাংলাদেশ, সবাই মিলে শপথ নেবো করোনা মুক্ত দেশ গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে মেঘনা শিল্পাঞ্চল বাস স্ট্যান্ড এলাকায় শতাধীক পথচারীদের মধ্যে মাস্ক, হাত ধোয়ার সাবান ও সবজির চারা বিতরণ করা হয়।
এসময় সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ প্রধান, থানা যুবদল নেতা সাইফুল ইসলাম স্বপন, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা রিয়াজুল হক, শাহনূর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন