নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে প্রেমিকার মৃত্যুর এক সপ্তাহ পর প্রেমিক মাহবুবুব আলম আশিক (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পুলিশ নিহত আশিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক হাসিব হাসান জানান, চাঁদপুর জেলার সাকদি রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান আশিক ওই এলাকায় একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিল। কিছুদিন আগে ওই মেয়ের বাবা মা অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে। এ কারণে মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটি আত্মহত্যার পর ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে। (৫ই ডিসেম্বর) শনিবার বিকালে তার ভাড়াটিয়া ঘরের দরজা বন্ধ দেখে পাশের ঘরের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত আশিকের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায় ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লেগে আছে,পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত আশিক ঝাউচর জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে মেঘনা সুগারে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন